kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

দৈনন্দিন ইসলামী প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

২ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমসজিদের জায়গায় মসজিদের আয় দিয়ে মক্তব নির্মাণ করা

প্রশ্ন : মসজিদের জন্য ওয়াকফকৃত জমিতে আমদানি হতে মক্তব নির্মাণ করা জায়েজ কি না? এ ধরনের গৃহ নির্মিত হয়ে গেলে কী করতে হবে?

আব্দুর রহীশ, নওগাঁ

উত্তর : মসজিদের জায়গায় মসজিদের স্বার্থসংশ্লিষ্ট কাজ ছাড়া অন্য কাজ করতে পারবে না। তাই যেখানে মসজিদের টাকা দিয়ে মক্তবঘর নির্মাণ করা হয়েছে, সেখানে একটা ভাড়া ধার্য করবে, আর এ ভাড়া মসজিদের কাজে লাগাবে। (আদ্দুররুল মুখতার : ৪/৩৫৮, ৪/৩৬০, রদ্দুল মুহতার : ৪/৪৩৭, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১৫/১৯৭)

 

দেখে দেখে জুমার খুতবা দেওয়া

প্রশ্ন : জুমা বা ঈদের খুতবা কি মুখস্থ দেওয়া সুন্নত? যদি কেউ দেখে দেখে খুতবা দেয়, তাহলে তার খুতবার বিধান কী?

জহির উদ্দিন, টঙ্গী

উত্তর : জুমা বা ঈদের খুতবা কিতাব দেখে ও মুখস্থ যেকোনোভাবে দেওয়া যায়। খুতবা মুখস্থ দেওয়াই সুন্নত মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না।

বিজ্ঞাপন

(ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ৯/২১, খাইরুল ফাতাওয়া : ৪/৮৭, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/৪০৬)সাতদিনের সেরা