kalerkantho

বুধবার । ৭ ডিসেম্বর ২০২২ । ২২ অগ্রহায়ণ ১৪২৯ । ১২ জমাদিউল আউয়াল ১৪৪৪

দৈনন্দিন ইসলামী প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

১ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাচ্চাকে ঠাণ্ডামুক্ত রাখতে মায়ের তায়াম্মুম

প্রশ্ন : শীতের মৌসুমে মহিলা ছোট শিশুকে ঠাণ্ডা থেকে বাঁচানোর জন্য ফরজ গোসলের পরিবর্তে তায়াম্মুম করতে পারবে কি না? এ ব্যাপারে ইসলাম কী বলে?

নুরুল হক, বরিশাল

উত্তর : ছোট শিশুর মা শীতের মৌসুমে গরম পানির দ্বারা ফরজ গোসল করে নেবে। আর যদি গরম পানির ব্যবস্থা করাও কোনোভাবে সম্ভব না হয় বা করা সম্ভব হলেও তার বাস্তব অভিজ্ঞতা বা কোনো মুসলিম অভিজ্ঞ ডাক্তারের মত অনুযায়ী শিশুর সার্বিক (জটিল) ক্ষতির আশঙ্কা থাকে, আশঙ্কামুক্ত হওয়ার কোনো বিকল্প উপায় না থাকে, শুধু তখনই শিশুর মা ফরজ গোসলের পরিবর্তে তায়াম্মুম করতে পারবে। (রদ্দুল মুহতার : ১/২৩৩, রদ্দুল মুহতার : ১/২৩৪, হিন্দিয়া : ১/২৯, ফাতাওয়ায়ে দারুল উলুম : ১/২৪৫)

 

 

বিজ্ঞাপনসাতদিনের সেরা