kalerkantho

মঙ্গলবার । ২৯ নভেম্বর ২০২২ । ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

দৈনন্দিন ইসলামী প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেন্যায্য মজুরির চেয়ে কম দেওয়া

প্রশ্ন : যে শ্রমের বিনিময় যতটুকু হওয়া উচিত মালিকপক্ষ যদি এর চেয়ে কম দেয় এবং এ কথা বলে, আমাদের পক্ষে এর চেয়ে বেশি দেওয়ার তাওফিক নেই, তাহলে এটা জুলুমের অন্তর্ভুক্ত হবে কি না?

বেলায়েত, মাদারীপুর

উত্তর : ন্যায্য মজুরির কম দেওয়ার বিষয়টি আগেই আলোচনা সাপেক্ষে ঠিক করা হলে তা জুলুম বলে গণ্য হবে না। পক্ষান্তরে পূর্বসম্মতি ছাড়া কাজ করানোর পর এরূপ করা হলে জুলুম হবে। এ অবস্থায় শ্রমিককে তার ন্যায্য মজুরি দেওয়া ওয়াজিব। (হেদায়া : ৫/১৬৭, বাদায়েউস সানায়ে : ৪/১৯৩, ফাতাওয়ায়ে মাওলানা আব্দুল হাই : পৃ. ৩৭)

 

জমি ও পুকুর ইজারার একটি পদ্ধতি

প্রশ্ন : যদি টাকার বিনিময়ে জমি ইজারা দেওয়া দুই-তিন বছর জমির ফসল খাবে এত টাকা দেবে, এটা জায়েজ আছে কি? অনুরূপ পুকুরে মাছ চাষের জন্য দুই-তিন বছর ইজারা দেওয়া জায়েজ আছে কি?

 রেজাউল করীম, পঞ্চগড়

উত্তর : উল্লিখিত পদ্ধতিতে জমি বা পুকুর ইজারা দেওয়া জায়েজ আছে।

বিজ্ঞাপন

(আদ্দুররুল মুখতার : ৬/৩০, ফাতাওয়ায়ে হক্কানিয়া : ৬/২৪৫)

 সাতদিনের সেরা