kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

দৈনন্দিন ইসলামী প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমৃতের রুহ কি আসলেই বাড়িতে ফিরে আসে?

প্রশ্ন : মৃত ব্যক্তির রুহ দুনিয়াতে তার নিজ বাড়িতে এবং তার আত্মীয়স্বজনের কাছে আসে কি? মানুষ সাধারণত বলে থাকে যে প্রতি বৃহস্পতিবার দিবাগত রাতে তার নিজ বাড়িতে উত্তরসূরিদের থেকে পুণ্য পাওয়ার আশায় এসে থাকে—এটা কি ঠিক?

সিফাতুল্লাহ, সিলেট

উত্তর : মৃত ব্যক্তির আত্মা দুনিয়াতে তার নিজ বাড়িতে আসার কোনো প্রমাণ কোরআন-হাদিসে নেই। অতএব এ ধরনের আকিদা অবশ্যই বর্জনীয়। (ফাতাওয়ায়ে দারুল উলুম : ৫/৪৩৯, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১২/১০২)

 

গুনাহগাররাও নবীজি (সা.)-এর সুপারিশ পাবে?

প্রশ্ন : গুনাহগার মুসলমান বান্দারা হাশরের ময়দানে নবীজি (সা.)-এর সুপারিশ লাভ করবে কি?

সাদিদ কায়সার, উত্তরা

উত্তর : মুমিন গুনাহগার হলেও নবীজি (সা.)-এর সুপারিশ লাভ করবে ইনশাআল্লাহ। (তিরমিজি, হাদিস : ২৪৩৫, ২৪৪১, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩০৩)

 

 

 

 

 

বিজ্ঞাপনসাতদিনের সেরা