kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

দৈনন্দিন ইসলামী প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদীর্ঘ দোয়ায় সওয়াব বেশি?

প্রশ্ন : আমরা সাধারণত নামাজের পর বা কোনো ইবাদতের পর দোয়া করি। এই দোয়া সংক্ষিপ্ত ও দীর্ঘ করার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনটি ভালো?

মামুন, রংপুর

উত্তর : হাদিস শরিফে দোয়াকে ইবাদত বলা হয়েছে। অতএব দোয়া তার সব আদব ও শর্তের সহিত যত দীর্ঘ হবে, সওয়াবও তত বেশি পাওয়া যাবে। তবে যেসব ফরজ নামাজের পর সুন্নত রয়েছে, সেসব নামাজের পর দোয়া করার ক্ষেত্রে দীর্ঘ মোনাজাত করা অনুচিত।

বিজ্ঞাপন

(তিরমিজি, হাদিস : ৩৪৭৯, আদ্দুররুল মুখতার : ১/৫৩০)

 

নাবালক শিশু দ্বারা ওয়াজ করানোর বিধান

প্রশ্ন : সুন্দর কণ্ঠস্বর ও আকর্ষণীয় বাচনভঙ্গির অধিকারী ১০-১২ বছর বয়সের বালক দ্বারা ওয়াজ করানোর বিধান কী? এদের সাধারণত ধর্মীয় জ্ঞান থাকে না, ক্যাসেট বা অন্যদের থেকে শুনে মুখস্থ করে ওয়াজ করে থাকে।

শাহাদাত হোসেন, রাজশাহী

উত্তর : ওয়াজ দ্বিনের একটি গুরুত্বপূর্ণ ইসলাহী কাজ, রং-তামাশা নয়। অযোগ্য ব্যক্তির হাতে ইসলাহের কাজ সোপর্দ করা রাসুল (সা.)-এর বাণী মতে কিয়ামতের নিদর্শন। ওয়ায়েজ আলেম, জ্ঞানী, দ্বিনদার, মুত্তাকি ইত্যাদি গুণে গুণান্বিত হওয়া আবশ্যক। তাই নাবালক বা অযোগ্য লোকদের দ্বারা ওয়াজ করানো থেকে বিরত থাকা জরুরি। (আল মওসুআতুল ফিকহিয়্যাহ : ৪৪/৮১, ফাতাওয়ায়ে রহিমিয়া : ২/৩৬৪)সাতদিনের সেরা