kalerkantho

বৃহস্পতিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১৪ আশ্বিন ১৪২৯ ।  ২ রবিউল আউয়াল ১৪৪৪

দৈনন্দিন ইসলামী প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

২০ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমৃত ব্যক্তিকে কবরে শোয়ানোর দোয়া কে চালু করেন

প্রশ্ন : মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় যে দোয়া পড়া হয় (মিনহা খালাকনাকুম)-এর রেওয়াজ কে চালু করেন? নবীজি (সা.), নাকি কোনো সাহাবি?

দুলাল, রাজশাহী

উত্তর : রাসুলুল্লাহ (সা.) স্বীয় কন্যা উম্মে কুলসুম (রা.)-কে কবর দেওয়ার সময় এটি পাঠ করেন বলে হাদিসে পাওয়া যায়। (মুসনাদে আহমাদ, হাদিস : ২২১৮৭)

 

ঈদের নামাজে সাত তাকবির দিয়ে ফেললে

প্রশ্ন : ইমাম সাহেব ঈদের নামাজে ভুলবশত ছয় তাকবিরের জায়গায় সাত তাকবির দিয়ে নামাজ পড়িয়ে ফেললে নামাজ হবে?

হাজী আফতাব, ময়মনসিংহ

উত্তর : ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবির সুন্নত, এর বেশি সুন্নত না হলেও বলে ফেললে নামাজ শুদ্ধ হয়ে যায়। সিজদায়ে সাহু লাগবে না। (ফাতাওয়ায়ে শামী : ২/১৭২)

বিজ্ঞাপনসাতদিনের সেরা