kalerkantho

মঙ্গলবার । ২৭ সেপ্টেম্বর ২০২২ । ১২ আশ্বিন ১৪২৯ ।  ৩০ সফর ১৪৪৪

দৈনন্দিন ইসলামী প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

১৯ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখুতবা চলাকালীন তাহিয়্যাতুল মসজিদ পড়া

প্রশ্ন : আমরা জানি, জুমার খুতবা শোনা ওয়াজিব। এ সময় কোনো নামাজ অথবা অন্য আমল সম্পূর্ণ নিষিদ্ধ।

কিন্তু একটি টিভি চ্যানেলে প্রচার করা হয়েছে, খুতবা চলাকালীন তাহিয়্যাতুল মসজিদ নামাজ পড়া যাবে, এ কথা কি ঠিক?

আহসান হাবিব, রংপুর

উত্তর : খুতবা শোনা ওয়াজিব। এ সময় নামাজ পড়া এবং ওই সব কাজ, যা খুতবা শ্রবণে ব্যাঘাত ঘটায় তা নিষেধ।

বিজ্ঞাপন

তাই খুতবা চলাকালীন তাহিয়্যাতুল মসজিদ পড়াও জায়েজ নেই। (ফাতহুল কাদির : ১/৩৭, আদ্দুররুল মুখতার : ২/১৫৬, রদ্দুল মুহতার : ২/১৫৬)

 

মসজিদের ছাদে বা দেয়ালে

বিলবোর্ড লাগানো

প্রশ্ন : আমাদের এলাকার মসজিদটি বহু দিন আগে, আমার দাদা তৈরি করেছেন। এখন আমরা চাচ্ছি মসজিদের ছাদে বা দেয়ালে অ্যাঙ্গেল লাগিয়ে বিলবোর্ড লাগিয়ে মসজিদের আয়ের ব্যবস্থা করতে। এ ব্যাপারে ইসলামের নির্দেশনা কী?

শরফুদ্দিন, উত্তরা

উত্তর : প্রশ্নের বর্ণনামতে, আপনাদের মসজিদের দেয়াল বা ছাদে এঙ্গেল ফিট করে বিলবোর্ড লাগানো ইসলামের দৃষ্টিতে জায়েজ হবে না। (আদ্দুররুল মুখতার : ৪/৩৫৮, রদ্দুল মুহতার : ৪/৩৫৮, ফাতাওয়ায়ে রহিমিয়া : ৯/২৫০)

 

 

 সাতদিনের সেরা