kalerkantho

বৃহস্পতিবার । ৬ অক্টোবর ২০২২ । ২১ আশ্বিন ১৪২৯ ।  ৯ রবিউল আউয়াল ১৪৪৪

ইউরোপিয়ান নওমুসলিমদের ঈমান জাগানিয়া গল্প

১৯ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেইউরোপিয়ান নওমুসলিমদের ঈমান জাগানিয়া গল্প

আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম এতটাই সৌন্দর্যমণ্ডিত ও মনোহর যে তা অবলোকন করার পর দৃষ্টি ফিরিয়ে নেওয়া যায় না। ইসলামের অন্তর্নিহিত এই সৌন্দর্যের প্রধান উৎস আল্লাহর বাণী কোরআন ও তাঁর রাসুলের জীবনাদর্শ। আর তা বিকশিত হয়েছে ইসলামের চিন্তা ও বিশ্বাসে, তার আইন ও শাসনে, তার অনুসারী মুসলমানের দৈনন্দিন জীবনধারা ও আচার-আচরণে। এ জন্য যারাই কোরআন ও সুন্নাহ অধ্যয়ন করে এবং মুসলমানের সংস্পর্শে আসে ইসলামের ব্যাপারে তাদের ভুল ধারণা ভেঙে যায়।

বিজ্ঞাপন

তাদের মধ্যে সৌভাগ্যবানরা ঈমানের আলোয় আলোকিতও হয়। এরপর সত্যের আলোয় উদ্ভাসিত মানুষগুলো এক সময় সত্যপ্রকাশে ও সত্যের প্রচারে হয়ে ওঠে দুর্দমনীয়। তবে জীবনের চলমান ধারা, পরিবার, সমাজ ও সংস্কারের বিরোধিতার বিপরীতে দাঁড়িয়ে ঈমানের ঘোষণা মোটেই সহজ নয়। এ জন্য প্রয়োজন হয় অসীম সাহস ও আত্মত্যাগের দৃঢ় প্রত্যয়।

‘জার্নি টু ইসলাম’ বইটিতে পশ্চিমা বিশ্বের এমন সব নওমুসলিমের জীবনের গল্প উঠে এসেছে যারা ইসলামের জন্য সীমাহীন আত্মত্যাগ স্বীকার করেছেন। ঈমান রক্ষার জন্য তারা ত্যাগ করেছেন সম্ভাবনাময় জীবনের হাতছানি, নিজের স্বামী-সংসার, ঘর, পরিবার; এমনকি প্রিয় মাতৃভূমিও। ঠিক যেমনটি করেছিল ইসলামের উষালগ্নে মক্কার মুসলিমরা। শুধু তা-ই নয়, এক সময় এসব নওমুসলিমই হয়ে উঠেছে পশ্চিমা বিশ্বে ইসলামের কণ্ঠস্বর। যেভাবে বেলালে হাবসি (রা.)-এর ‘আহাদ আহাদ’ ধ্বনি উচ্চারিত হয়েছিল সময়ের সব জুলুম, অবিচার, অপপ্রচার ও অপচেষ্টার বিরুদ্ধে।

গল্পগুলো সংকলন ও অনুবাদ করেছেন আলেম ও সাংবাদিক আতাউর রহমান খসরু। চমৎকার প্রচ্ছদ ও অলংকরণে সজ্জিত বইটি বাজারে এনেছে অভিজাত প্রকাশনা প্রতিষ্ঠান দারুল উলুম লাইব্রেরি। বইয়ের পৃষ্ঠা সংখ্যা ২২৪ এবং মুদ্রিত মূল্য ৪০০ টাকা। আমরা বইটির বহুল প্রচার কামনা করছি।

গ্রন্থনা : আবরার আবদুল্লাহ

 সাতদিনের সেরা