kalerkantho

বুধবার । ২৪ সেপ্টেম্বর ২০২২ । ১৩ আশ্বিন ১৪২৯ ।  ১ রবিউল আউয়াল ১৪৪৪

দৈনন্দিন ইসলামী প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

১৬ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরাস্তার কাদাযুক্ত পানির বিধান

প্রশ্ন : বাজারের রাস্তা যদি ভেজা থাকে (যেখানে অপবিত্রতা থাকার সম্ভাবনা বেশি) তার ওপর নামাজ এবং জানাজা পড়া যাবে কি?

 রিদওয়ান হাবিব, উত্তরা

উত্তর : ইসলামের বিধানানুসারে কোনো স্থানকে শুধু সন্দেহবশত অপবিত্র বলে দেওয়া যাবে না। অপবিত্রতার ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই স্থান পবিত্র হিসেবে বিবেচিত হবে। সুতরাং প্রশ্নোল্লিখিত স্থানে শুধু ভেজা থাকার কারণে অপবিত্রতার সন্দেহ করা ঠিক হবে না।

অতএব সেখানে নামাজ ও জানাজা পড়তে অসুবিধা নেই।

বিজ্ঞাপন

(রদ্দুল মুহতার : ১/৩২৪, ফাতাওয়ায়ে কাজি খান : ১/২০)

 

মজলিসের পাশ দিয়ে গেলে সালাম দেওয়ার বিধান

প্রশ্ন : কয়েকজন লোক নিজেদের মধ্যে আলোচনা করছেন। এ অবস্থায় সেখানে উপস্থিত হয়ে বা অতিক্রম করে যেতে হলে তাদের কি সালাম দিতে হবে?

শওকত ওসমান, কুমিল্লা

উত্তর : কয়েকজন লোক নিজেদের মধ্যে আলোচনারত অবস্থায় অন্য কোনো ব্যক্তি সেখানে উপস্থিত হলে বা সেই স্থান দিয়ে অতিক্রম করলে আলোচনারত ব্যক্তিদের সালাম দেওয়া সুন্নত। তবে যদি তারা দ্বিনি ইলম শেখায় মশগুল থাকে, তাহলে সালাম দেওয়া সুন্নত নয়; বরং মাকরুহ। (বুখারি, হাদিস : ৬০১৩, মুসনাদে আহমদ : ৭৮৩৪, রদ্দুল মুহতার : ১/৬১৮, আদাবুল মুবাশারাত : ৬৫)

 

 সাতদিনের সেরা