kalerkantho

রবিবার । ২ অক্টোবর ২০২২ । ১৭ আশ্বিন ১৪২৯ ।  ৫ রবিউল আউয়াল ১৪৪৪

দৈনন্দিন ইসলামী প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

১৫ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুরা ফাতিহার প্রতিটি আয়াতে ওয়াকফ করা

প্রশ্ন : আমরা জানি, নামাজে সুরা ফাতিহার প্রতিটি আয়াতে ওয়াকফ করে পড়া মুস্তাহাব। কিন্তু একজন আলেম বলেন, প্রতিটি আয়াতে ওয়াকফ করে পড়া মুস্তাহাব নয় এবং যে হাদিসে ওয়াকফ করে পড়ার কথা আছে সে হাদিসটি ‘মুনকাতি’। জানার বিষয় হলো, সুরা ফাতিহার প্রতিটি আয়াতে ওয়াকফ করে পড়া মুস্তাহাব কি না এবং উক্ত আলেমের কথা কতটুকু শুদ্ধ?

আবু তাহের, কুমিল্লা

উত্তর : ফরজ নামাজে সুরা ফাতিহার প্রতিটি আয়াতে ওয়াকফ করা উত্তম। আর যে হাদিস দ্বারা এটা প্রমাণিত তা মুত্তাসিল ও মুনকাতি উভয় ভাবে বর্ণিত আছে।

বিজ্ঞাপন

ইমাম তিরমিজি (রহ.) মুত্তাসিল বর্ণনাকে অধিক শুদ্ধ বলেছেন। উপরন্তু হানাফিদের মতে নির্ভরযোগ্য বর্ণনাকারীর মুনকাতি হাদিসও গ্রহণযোগ্য। (তিরমিজি, হাদিস : ২৯২৭, জামউল ওয়াসাইল : ৪৫৬, আদ্দুররুল মুখতার : ১/৫৪১, আহসানুল ফাতাওয়া : ৩/৮২)

 

 সাতদিনের সেরা