kalerkantho

বৃহস্পতিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১৪ আশ্বিন ১৪২৯ ।  ২ রবিউল আউয়াল ১৪৪৪

দৈনন্দিন ইসলামী প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

১২ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমসজিদের টাকা মাদরাসা বা অন্য মসজিদে ব্যয় করা

প্রশ্ন : মসজিদের টাকা মাদরাসায় এবং মাদরাসার টাকা মসজিদে খরচ করা জায়েজ হবে কি? এক মসজিদের টাকা অন্য মসজিদের প্রয়োজনে খরচ করা জায়েজ হবে কি?

 মো. আলাউদ্দিন, পটুয়াখালী

উত্তর : ইসলামের বিধান মতে, মসজিদের টাকা মাদরাসায় এবং মাদরাসার টাকা মসজিদে খরচ করা নাজায়েজ। তদ্রুপ এক মসজিদের টাকা প্রয়োজন হলেও অন্য মসজিদে খরচ করা যাবে না। (রদ্দুল মুহতার : ৪/৩৫৮, আল বাহরুর রায়েক : ৫/২১৬, আজিজুল ফাতাওয়া : ৫৬৯)

 

কিরাতের স্থানে তাশাহহুদ পড়ে ফেললে

প্রশ্ন : এক ব্যক্তি প্রথম রাকাত থেকে উঠে ভুলে কিরাতের স্থানে তাশাহহুদ পড়ে, পরে স্মরণ হলে কিরাত পড়ে নামাজ শেষ করে। তার নামাজ হবে কি? সাহু সিজদা দিতে হবে কি?

ইসহাক, খুলনা

উত্তর : সুরা ফাতেহার স্থানে তাশাহহুদ পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে।

বিজ্ঞাপন

সাহু সিজদা আদায় না করলে নামাজ আবার পড়তে হবে। (হাশিয়াতুত তাহতাভি : ৪৬১, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/২২০)

 

 সাতদিনের সেরা