kalerkantho

বৃহস্পতিবার । ৬ অক্টোবর ২০২২ । ২১ আশ্বিন ১৪২৯ ।  ৯ রবিউল আউয়াল ১৪৪৪

দৈনন্দিন ইসলামী প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

১১ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমসজিদের জায়গায় ঘর নির্মাণ করে ক্ষতিপূরণ দেওয়া

প্রশ্ন : মসজিদের ওয়াকফকৃত জমিতে কেউ বাসভবন নির্মাণ করে ক্ষতিপূরণ প্রদান করতে চাইলে এ ক্ষেত্রে ফয়সালা কী হবে?

     আকরাম, বরিশাল

উত্তর : মসজিদের ওয়াকফকৃত জায়গায় ব্যক্তি মালিকানা ঘর বানানো জায়েজ নেই। কোনো ব্যক্তি ক্ষতিপূরণ দিয়ে ওই জমির মালিক হতে পারবে না। (আল বাহরুর রায়েক : ৫/২০৬, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৮/৩৮০)

 

নামাজে কাপড়সহ কবজি ধরার বিধান

প্রশ্ন : নামাজে ডান হাত দিয়ে বাম হাতের কবজি ধরা সুন্নত। তবে তা কি পাঞ্জাবি বা জুব্বার হাতার ওপর দিয়ে ধরলে আদায় হবে? প্রমাণসহ জানতে চাই।

বিজ্ঞাপন

     ইলিয়াছ, নাটোর।

উত্তর : উভয় অবস্থায়ই সুন্নত আদায় হবে যাবে। (আদ্দুররুল মুখতার : ১/৪৮৭, শুআবুল ঈমান : ৫/১৫৫, ফাতাওয়ায়ে দারুল উলুম : ৪/৩৯)

 

 সাতদিনের সেরা