kalerkantho

শনিবার । ২৬ নভেম্বর ২০২২ । ১১ অগ্রহায়ণ ১৪২৯ ।  ১ জমাদিউল আউয়াল ১৪৪৪

তিলাওয়াতের সিজদায় পড়ার দোয়া

২ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতিলাওয়াতের সিজদায় পড়ার দোয়া

উচ্চারণ : সাজাদা ওয়াজহিয়া লিল্লাজি খালাকাহু ওয়া শাককা সামআহু ওয়া বাসারাহু, বি-হাওলিহী ওয়া কুওয়াতিহী।

অর্থ : আমার মুখমণ্ডল ওই সত্তাকেই সিজদা করেছে, যিনি তাকে সৃষ্টি করেছেন, কানে শ্রবণশক্তি এবং চোখে দৃষ্টিশক্তি দান করেছেন। তাঁর দয়া ও শক্তির বলেই এগুলো বলীয়ান।

উপকার : আয়েশা (রা.) বলেন, রাসুল (সা.) রাতে কোরআন তিলাওয়াতের সিজদা করতেন এবং সিজদায় বারবার এই দোয়া পড়তেন।

বিজ্ঞাপন

(আবু দাউদ, হাদিস : ১৪১৪)

 

 সাতদিনের সেরা