উত্তম পরিবার আল্লাহর অনুগ্রহ
ইরশাদ হয়েছে, ‘আমি তাকে [আইয়ুব (আ.)] দান করলাম তার পরিজনবর্গ ও তাদের মতো আরো, আমার অনুগ্রহস্বরূপ এবং বোধশক্তিসম্পন্ন লোকদের জন্য উপদেশস্বরূপ। ’
(আয়াত : ৪৩)
ধৈর্য উত্তম মানুষের বৈশিষ্ট্য
ইরশাদ হয়েছে, ‘...আমি তাকে পেলাম ধৈর্যশীল। কত উত্তম বান্দা সে! সে ছিল আমার অভিমুখী। ’
(আয়াত : ৪৪)
পরকাল ভুলো না
ইরশাদ হয়েছে, ‘আমি তাদের অধিকারী করেছিলাম এক বিশেষ গুণের, তা ছিল পরকালের স্মরণ।
বিজ্ঞাপন
(আয়াত : ৪৬-৪৭)
আল্লাহভীরুদের জন্য জান্নাত
ইরশাদ হয়েছে, ‘এটি এক স্মরণীয় বর্ণনা। মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাস, চিরস্থায়ী জান্নাত, যার দ্বার তাদের জন্য উন্মুক্ত। ’ (আয়াত : ৪৯-৫০)
সীমা লঙ্ঘনকারীদের পরিণাম জাহান্নাম
ইরশাদ হয়েছে, ‘এটাই (মুত্তাকিদের পরিণাম); সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্ট পরিণাম—জাহান্নাম, সেখানে তারা প্রবেশ করবে, কত নিকৃষ্ট বিশ্রামস্থল!’
(আয়াত : ৫৫-৫৬)