জান্নাতিরা অসৎ সঙ্গীর পরিণতি দেখবে
ইরশাদ হয়েছে, ‘অতঃপর সে ঝুঁকে দেখবে এবং তাকে দেখতে পাবে জাহান্নামের মধ্যস্থলে; বলবে, আল্লাহর শপথ! তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করেছিলে। ’
(আয়াত : ৫৫-৫৬)
আল্লাহর অনুগ্রহ ছাড়া মুক্তি নেই
ইরশাদ হয়েছে, ‘আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকলে আমিও হাজিরকৃত (অপরাধী হিসেবে) ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতাম। ’
(আয়াত : ৫৭)
পূর্বসূরিদের ভ্রান্ত পথ পরিহার করো
ইরশাদ হয়েছে, ‘তারা (জাহান্নামিরা) তাদের পিতৃপুরুষদের বিপথগামী পেয়েছিল এবং তারা তাদের পদাঙ্ক অনুসরণে ধাবিত হয়েছিল। ’
(আয়াত : ৬৯-৭০)
আল্লাহর কাছে বিশুদ্ধ মনে উপস্থিত হও
ইরশাদ হয়েছে, ‘স্মরণ করো! যখন সে তাঁর প্রভুর কাছে বিশুদ্ধচিত্তে উপস্থিত হয়েছিল।
বিজ্ঞাপন
আল্লাহ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেন
ইরশাদ হয়েছে, ‘তারা তাঁর বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করেছিল; আমি তাদের অতিশয় হেয় করে দিলাম। ’ (আয়াত : ৯৮)