kalerkantho

শনিবার । ১৩ আগস্ট ২০২২ । ২৯ শ্রাবণ ১৪২৯ । ১৪ মহররম ১৪৪৪  

দৈনন্দিন ইসলামী প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

২৫ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেহজ আগে, না মেয়ের বিয়ে আগে

প্রশ্ন : আমার ভাতিজার ওপর হজ ফরজ হয়। সে বিদেশে অস্থায়ী ঘরে তার পরিবার নিয়ে বসবাস করে। এখন সে নিজ দেশে ঘর বানাতে চায়, কিন্তু ঘর বানালে টাকা কমে যাবে। প্রশ্ন হলো, আগে ঘর বানাবে, নাকি হজ আগে করবে? এমনিভাবে ভাতিজার দুই মেয়ে বিবাহের উপযুক্ত, তার হজ করার পরিমাণ টাকাও আছে।

বিজ্ঞাপন

মেয়ে বিয়ে দিলে টাকা কমে যাবে। প্রশ্ন হলো, এখন সে আগে হজ করবে, নাকি মেয়ে বিয়ে দেবে?

আখলাকুজ্জামান, সদর, সুনামগঞ্জ

উত্তর : যদি হজের মৌসুম আসার পূর্বে ঘর বানানোর বা মেয়ে বিয়ে দেওয়ার কারণে হজের পরিমাণ টাকা অবশিষ্ট না থাকে তাহলে তার ওপর হজ ফরজ হবে না। তবে ঘর বানানোর বা মেয়ে বিয়ে দেওয়ার আগে হজের মৌসুম চলে এলে প্রথমে হজ করা জরুরি। (ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/৫০৪; বাদায়িউস সানায়ে : ২/১২৫; রদ্দুল মুহতার : ২/৪৬২)

 

মায়ের নামে কসম করা

প্রশ্ন : কেউ যদি তার মায়ের নামে কসম করে এবং পরবর্তী সময়ে সেই কসম না রাখতে পারে, তাহলে তার কাফফারা দিতে হবে কি?

ইবরাহিম, নিউ ইয়র্ক

উত্তর : ইসলামের দৃষ্টিতে আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারো নামে কসম করলে তা কসম হিসেবে গণ্য হয় না। তাই মায়ের নামে কৃত কসম শুদ্ধ হয়নি। সুতরাং তা ভঙ্গের প্রশ্নই আসে না। তবে এ ধরনের কসমের জন্য তাওবা করতে হবে। (রদ্দুল মুহতার : ৩/৭০৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৭/৩৫৬)

 

 সাতদিনের সেরা