সৌদি আরবের পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ কোরআনের ৮০ হাজার নতুন অনুলিপি গ্রহণ করেছে। এসব অনুলিপি আসন্ন হজ মৌসুমে মক্কার মসজিদুল হারামে বিতরণ করা হবে। কোরআনের নতুন অনুলিপিগুলো মদিনায় অবস্থিত ‘কিং ফাহাদ কমপ্লেক্স ফর দ্য প্রিন্টিং অব দ্য হলি কোরআন’-এ ছাপা হয়েছে। পরিচালনা পর্ষদের পক্ষে গাজি আল-সুবিয়ারি জানান, সেলফ, কেবিনেটসহ এই সময় অন্ধদের জন্য বিশেষ কিছু কোরআনের অনুলিপিও সরবরাহ করা হয়েছে।
বিজ্ঞাপন
সূত্র : আরব নিউজ