গভীর রাতে মাইকে জিকির করা
প্রশ্ন : রাত ১-২টার দিকে মাইকে উচ্চৈঃস্বরে কিরাত পড়ে নামাজ আদায়, চিৎকার করে জিকির ও মোনাজাত করার বিধান কী?
আবুল হাশেম, ব্রাহ্মণবাড়িয়া
উত্তর : উল্লিখিত কাজগুলো ইবাদতের মনগড়া পদ্ধতি এবং ঘুমন্ত ব্যক্তির অসুবিধার কারণ। এ ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত। (মুসনাদে আহমদ : ৫/৫৫,
রদ্দুল মুহতার : ৬/৩৯৮, এমদাদুল আহকাম : ১/৩২০)
তাওবা কি শিরক মুছে দিতে পারে?
প্রশ্ন : কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে শিরক করার পর তাওবা করলে এবং নতুনভাবে ঈমান আনলে তার গুনাহ মাফ হবে কি?
মাহফুজ, চট্টগ্রাম
উত্তর : শিরকি গুনাহ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হোক, বিশুদ্ধ তাওবা ও নতুনভাবে ঈমান আনার দ্বারা মাফ হয়ে যায়। (তাফসিরে মাজহারি : ৮/১৭১, ২/৩৫২)
দোয়া-দরুদ পড়তে অজু করা
প্রশ্ন : আমরা অবসর সময় বিভিন্ন অনর্থক কাজে নষ্ট করি।
বিজ্ঞাপন
হেমায়েত উদ্দিন, গাজীপুর
উত্তর : দোয়া-দরুদ, তাসবিহ ইত্যাদি অজু অবস্থায় পড়া উত্তম। তবে বিনা অজুতে পড়লেও সওয়াব পাওয়া যাবে। (মাবসুতুস সারাখসি : ২/২৬, ফাতহুল বারি : ১/৩৪৩, ফাতাওয়ায়ে রশিদিয়া : ২৫৩)