দুধের বাচ্চার বমির বিধান
প্রশ্ন : ছোট্ট দুধের বাচ্চাদের কোলে নিলে অনেক সময় বমি করে দেয়। এই বমি কি অপবিত্র?
ডা. ফারজানা রিয়া, জিরাবো, আশুলিয়া
উত্তর : দুধ পানকারী ছোট বাচ্চা মুখ ভরে বমি করলে তা অপবিত্র হবে এবং তা ধৌত করতে হবে। মুখ ভরে না করলে তা অপবিত্র নয় তাই ধোয়া লাগবে না। (আদ্দুররুল মুখতার : ১/১৩৭, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/১১৭)
ফি দিয়ে সদস্যপদ গ্রহণ
প্রশ্ন : আমাদের এলাকার একটি সমিতি রয়েছে।
বিজ্ঞাপন
আবু বকর, সিরাজগঞ্জ
উত্তর : প্রশ্নে বর্ণিত সমিতির সংবিধান সব সদস্যের সন্তুষ্টির মাধ্যমে প্রণীত হলে কোনো সদস্য তিন মাস পর্যন্ত মাসিক ফি না দিলে সংবিধান মতে তাকে সদস্যপদ থেকে বাদ দেওয়া শরিয়তসম্মত। কিন্তু বাধ্যতামূলক মাসিক ফি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা শরিয়তসম্মত নয়। বরং সদস্য হওয়ার পরও যেকোনো সময় সদস্যপদ পরিত্যাগ করার অধিকার তার থাকবে। (সুনানে তিরমিজি, হাদিস : ৩/৪০৯, আসসুনানুল কুবরা : ১১৫৪৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১০/৩১২)