আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না
ইরশাদ হয়েছে, ‘এটা আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ তাঁর প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। কিন্তু বেশির ভাগ মানুষ জানে না। ’ (আয়াত : ৬)
পরকাল সম্পর্কে উদাসীন হয়ো না
ইরশাদ হয়েছে, ‘তারা (অবিশ্বাসীরা) পার্থিব জীবনের বাহ্যিক বিষয় সম্পর্কে অবগত এবং পরকাল সম্পর্কে উদাসীন।
বিজ্ঞাপন
মন্দ কাজের পরিণাম সব সময় মন্দ
ইরশাদ হয়েছে, ‘অতঃপর যারা মন্দ কাজ করেছিল তাদের পরিণাম হয়েছিল মন্দ। কেননা তারা আল্লাহর আয়াত অস্বীকার করত এবং তা নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করত। ’ (আয়াত : ১০)
কিয়ামতের দিন অপরাধীরা হতাশ হবে
ইরশাদ হয়েছে, ‘যেদিন কিয়ামত হবে, সেদিন অপরাধীরা হতাশ হয়ে যাবে। ’ (আয়াত : ১২)
কিয়ামতের দিন মানুষ বিভিন্ন শ্রেণিতে বিভক্ত হবে
ইরশাদ হয়েছে, ‘যেদিন কিয়ামত হবে, সেদিন মানুষ (বিভিন্ন শ্রেণিতে) বিভক্ত হয়ে যাবে। ’ (আয়াত : ১৪)