kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

বাহরাইনের বাইত আল-কোরআন জাদুঘর

২৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাহরাইনের বাইত আল-কোরআন জাদুঘর

বাহরাইনে অবস্থিত ‘বাইত আল-কোরআন’ বা কোরআনের ঘর এবং তার অভ্যন্তরীণ বিভিন্ন দৃশ্য। বিশ্বের অন্যতম প্রধান ইসলামী জাদুঘর। গড়ে তোলা হয়েছে খ্রিস্টীয় দ্বাদশ শতকের একটি মসজিদের আদলে। ১৯৯০ সালে যাত্রা শুরু করা এই কোরআন কমপ্লেক্সে আছে একটি মসজিদ, পাঠাগার, সভাকক্ষ, মাদরাসা ও জাদুঘর।

বিজ্ঞাপন

পাঠাগারে আছে ৫০ হাজারের বেশি বই ও পাণ্ডুলিপি। আছে কোরআনের বহু মূল্যবান ও দুর্লভ অনুলিপিসাতদিনের সেরা