সৃষ্টিজগতে আল্লাহর নির্দেশ অপরিহার্য
ইরশাদ হয়েছে, ‘তোমরা আল্লাহকে ব্যর্থ করতে পারবে না পৃথিবীতে, না আসমানে এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, সাহায্যকারীও নেই। ’ (আয়াত : ২২)
আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না
ইরশাদ হয়েছে, ‘যারা আল্লাহর নিদর্শন ও তাঁর সাক্ষাৎ অস্বীকার করে, তারাই আমার অনুগ্রহ থেকে নিরাশ হয়, আর তাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। ’ (আয়াত : ২৩)
বিপর্যয়কারীদের ব্যাপারে আল্লাহর সাহায্য চাও
ইরশাদ হয়েছে, ‘সে বলল, হে আমার প্রতিপালক, বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। ’
(আয়াত : ৩০)
অপরাধী অপরাধের শাস্তি পাবেই
ইরশাদ হয়েছে, ‘তাদের প্রত্যেককেই আমি তার অপরাধের জন্য শাস্তি দিয়েছিলাম।
বিজ্ঞাপন
(আয়াত : ৪০)
আল্লাহ ছাড়া সব শক্তিই ক্ষণস্থায়ী
ইরশাদ হয়েছে, ‘যারা আল্লাহ ছাড়া অন্যদের অভিভাবক হিসেবে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত মাকড়সার ঘরের মতো, যে নিজের জন্য ঘর বানায় এবং ঘরের মধ্যে মাকড়সার ঘরই দুর্বলতম। যদি তারা জানত!’
(আয়াত : ৪১)