kalerkantho

সোমবার । ২৭ জুন ২০২২ । ১৩ আষাঢ় ১৪২৯ । ২৬ জিলকদ ১৪৪৩

দৈনন্দিন ইসলামী প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

২৪ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজিপি ফান্ডের মুনাফা গ্রহণ করা

প্রশ্ন : আমার বাবা সুদ খাওয়ার ভয়ে জিপি ফান্ডের মুনাফা তোলেননি। প্রশ্ন হলো, জিপি ফান্ডের মুনাফা গ্রহণ করার

বিধান কী?

খসরু রহমান, ডেমরা

উত্তর : জিপি ফান্ডের টাকা বেতনের অন্তর্ভুক্ত। মালিকপক্ষ এ অর্থ দিয়ে যে মুনাফা কর্মচারীকে দিয়ে থাকে সবই তার জন্য ঐচ্ছিক দান, এটাকে সুদ বলা সঠিক নয়। এ অর্থ ও উপার্জন সবই কর্মচারীর জন্য বৈধ।

বিজ্ঞাপন

(আল বাহরুর রায়েক : ৭/৩০০, আদ্দুররুল মুখতার : ৬/১০, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১০/১৫৩)

 

খাওয়ার সময় সালাম দেওয়া

প্রশ্ন : অনেকে বলে, যেকোনো সময় সালাম দেওয়া যায়। তাই অনেকে খাওয়ার সময় সালাম দিয়ে বসে। তখন করণীয় কী? খাওয়ার সময় সালাম আদান-প্রদানের বিধান কী?

 হেলাল খান, বরিশাল

উত্তর : খাবার সময় সালাম দেওয়া মাকরুহ এবং ওই সময় কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া ওয়াজিব নয়। (আদ্দুররুল মুখতার : ৬/৪১৫, রদ্দুল মুহতার : ৬/৪১৫)

 

মসজিদ ফান্ডের টাকায় জানাজার খাট

প্রশ্ন : আমাদের মসজিদের দানবাক্সে সাপ্তাহিক যে টাকা ওঠে, কমিটির পরামর্শক্রমে সে টাকা দিয়ে মসজিদের জানাজার খাট বানানো জায়েজ আছে কি?

মাসরুর, গাজীপুর।

উত্তর : জানাজার খাট মসজিদের কোনো প্রয়োজনীয় বস্তু নয় বিধায় মসজিদের ওয়াকফকৃত টাকা থেকে জানাজার খাট বানানো বৈধ নয়।   (হিন্দিয়া : ২/৪৩১, ফতাওয়ায়ে সিরাজিয়া : ৯১, ফতাওয়ায়ে রহিমিয়া : ২/১৬৩)

 

 সাতদিনের সেরা