দ্বিন পালনের কষ্টকে শাস্তি মনে কোরো না
ইরশাদ হয়েছে, ‘মানুষের ভেতর কেউ কেউ বলে, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। কিন্তু যখন তারা আল্লাহর পথে নিগৃহীত হয়, তখন তারা মানুষের পীড়নকে আল্লাহর শাস্তির মতো গণ্য করে। ...’
(আয়াত : ১০)
মুনাফিকের পরিচয় গোপন থাকে না
ইরশাদ হয়েছে, ‘আল্লাহ অবশ্যই প্রকাশ করে দেবেন কারা ঈমান এনেছে এবং অবশ্যই প্রকাশ করে দেবেন কারা মুনাফিক। ’
(আয়াত : ১১)
মিথ্যা প্রচারকারীরা পরকালে জিজ্ঞাসিত হবে
ইরশাদ হয়েছে, ‘...তারা যে মিথ্যা উদ্ভাবন করে কিয়ামতের দিন অবশ্যই সে সম্পর্কে তাদের প্রশ্ন করা হবে।
বিজ্ঞাপন
(আয়াত : ১৩)
আল্লাহভীতি উত্তম পাথেয়
ইরশাদ হয়েছে, ‘স্মরণ করো ইবরাহিমের কথা, সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাঁকে ভয় করো। তোমাদের জন্য এটাই শ্রেয় যদি তোমরা জানতে!’ (আয়াত : ১৬)
পৃথিবীতে ভ্রমণ করো
ইরশাদ হয়েছে, ‘বলুন! তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং অনুধাবন করো কিভাবে তিনি সৃষ্টি শুরু করেছেন। ...’
(আয়াত : ২০)