রাত-দিনের পরিবর্তন আল্লাহর অনুগ্রহ
ইরশাদ হয়েছে, ‘তিনি তাঁর অনুগ্রহে তোমাদের জন্য সৃষ্টি করেছেন রাত ও দিন। যেন তাতে তোমরা বিশ্রাম করো এবং তাঁর অনুগ্রহ সন্ধান করো। আর তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করো। ’ (আয়াত : ৭৩)
পরকালের পাথেয় সংগ্রহ করো
ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে পরকালের আবাস অনুসন্ধান করো এবং দুনিয়া থেকে তোমার অংশ ভুলো না।
বিজ্ঞাপন
(আয়াত : ৭৭)
পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি কোরো না
ইরশাদ হয়েছে, ‘...পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে চেয়ো না। আল্লাহ বিপর্যয়কারীকে ভালোবাসেন না। ’ (আয়াত : ৭৭)
আল্লাহর শাস্তি অপ্রতিরোধ্য
ইরশাদ হয়েছে, ‘অতঃপর আমি কারুনকে তার প্রাসাদসহ ভূগর্ভে প্রোথিত করলাম। তার পক্ষে এমন কোনো দল ছিল না যে আল্লাহর শাস্তি থেকে তাকে সাহায্য করবে এবং সে নিজেও আত্মরক্ষায় সক্ষম ছিল না। ’
(আয়াত : ৮১)
মুমিনের পরাজয় সাময়িক
ইরশাদ হয়েছে, ‘যিনি আপনার জন্য কোরআনকে জীবনবিধান করেছেন, তিনি অবশ্যই আপনাকে জন্মভূমিতে ফিরিয়ে আনবেন। ...’
(আয়াত : ৮৫)