ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাও
ইরশাদ হয়েছে, ‘সে বলল, হে আমার প্রতিপালক, আমি তো আমার নিজের ওপর অবিচার করেছি। সুতরাং আমাকে ক্ষমা করুন। ...’
(আয়াত : ১৬)
অপরাধকারীদের সাহায্য কোরো না
ইরশাদ হয়েছে, ‘সে আরো বলল, হে আমার প্রতিপালক! আপনি যেহেতু আমার প্রতি অনুগ্রহ করেছেন, তাই আমি কখনো অপরাধীদের সাহায্য করব না। ’
(আয়াত : ১৭)
বিপদে আল্লাহর কাছে সাহায্য চাও
ইরশাদ হয়েছে, ‘যখন মুসা মাদায়েনের পথে যাত্রা করল তখন সে বলল, আশা করি আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করবেন।
বিজ্ঞাপন
(আয়াত : ২২)
নারীরা শালীনভাবে চলাফেরা করবে
ইরশাদ হয়েছে, ‘নারীদ্বয়ের একজন লজ্জাজড়িত পায়ে তার কাছে এলো। ...’
(আয়াত : ২৫)
শ্রমিক হবে শক্তিশালী ও বিশ্বাসযোগ্য
ইরশাদ হয়েছে, ‘তাদের একজন বলল, হে পিতা, আপনি তাকে শ্রমিক হিসেবে নিয়োগ দিন। কেননা আপনার শ্রমিক হিসেবে সে-ই উত্তম যে শক্তিশালী ও বিশ্বস্ত। ’
(আয়াত : ২৬)