বিভক্তি জাতিসত্তা দুর্বল করে দেয়
ইরশাদ হয়েছে, ‘ফেরাউন দেশে পরাক্রমশালী হয়েছিল এবং তাদের অধিবাসীদের বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করে তাদের একটি শ্রেণিকে শক্তিহীন করেছিল। ...’
(আয়াত : ৪)
আল্লাহ চাইলে নিপীড়িতদের শাসক বানান
ইরশাদ হয়েছে, ‘আমি ইচ্ছা করলাম, সে দেশে যাদের হীনবল করা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে, নেতৃত্ব দান করতে এবং উত্তরাধিকারী করতে। ক্ষমতায় তাদের অধিষ্ঠিত করতে...। ’ (আয়াত : ৫-৬)
সন্তানের জন্য মায়ের ভালোবাসা ঐশ্বরিক
ইরশাদ হয়েছে, ‘মুসার মায়ের অন্তর অস্থির হয়ে পড়েছিল।
বিজ্ঞাপন
সন্তান ও মাকে আলাদা কোরো না
ইরশাদ হয়েছে, ‘অতঃপর আমি তাকে ফিরিয়ে দিলাম তার মায়ের কাছে। যাতে তার চোখ জুড়ায়, সে দুঃখ না করে এবং বুঝতে পারে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য। কিন্তু বেশির ভাগ মানুষ জানে না। ’
(আয়াত : ১৩)
বয়সের সঙ্গে সঙ্গে জ্ঞানেও আসে পরিপক্বতা
ইরশাদ হয়েছে, ‘যখন মুসা পূর্ণ যৌবনে উপনীত ও পরিণত বয়স্ক হলো, তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম। এভাবে আমি সৎকর্মপরায়ণদের পুরস্কৃত করে থাকি। ’ (আয়াত : ১৪)