kalerkantho

বুধবার । ২৯ জুন ২০২২ । ১৫ আষাঢ় ১৪২৯ । ২৮ জিলকদ ১৪৪৩

দৈনন্দিন ইসলামী প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

১৭ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমানতের রোজার সঙ্গে নফলের নিয়ত

প্রশ্ন : আমার বোন মানতের রোজার সঙ্গে নফলের নিয়ত করেছে। এভাবে নিয়ত করার কারণে তার মানতের রোজা আদায় হবে?

ফারজানা কেয়া, আশুলিয়া

উত্তর : মানতের রোজার নিয়তের সঙ্গে নফল রোজার নিয়ত করলেও মানতের রোজা আদায় হয়। (হিন্দিয়া : ১/১৯৬, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৭/৩৯২)

 

সুন্নত পড়া অবস্থায় জামাত শুরু হলে

প্রশ্ন : প্রায়ই জোহরের সুন্নত পড়ার সময় এক রাকাত অথবা দুই রাকাতে থাকতেই জামাত দাঁড়িয়ে যায়, এ ক্ষেত্রে করণীয় কী?

ইয়াকুব, চুয়াডাঙ্গা

উত্তর : সুন্নত নামাজ এক-দুই রাকাত পড়া অবস্থায় জামাত দাঁড়িয়ে গেলে দুই রাকাত শেষ করে সালাম ফিরিয়ে জামাতে শরিক হয়ে যাবে। (মারাকিল ফালাহ, পৃষ্ঠা : ১৭৫, হিন্দিয়া : ১/১২০)

 

কোলাকুলি করার সঠিক নিয়ম

প্রশ্ন : মানুষ কারো সঙ্গে বহু দিন পর দেখা হলে কোলাকুলি করে।

বিজ্ঞাপন

আমার বাবা বলেছেন, কারো সঙ্গে কোলাকুলি করলে তিনবার কোলাকুলি করতে হয়। আমি ছোটবেলা থেকে তা-ই করে আসছি। কিন্তু এখন অনেকে বলে, এটা কোলাকুলির সঠিক নিয়ম নয়। কোলাকুলি আসলে কতবার করতে হয়?

ইসহাক, ব্রাহ্মণবাড়িয়া

উত্তর : মুসলমানের পরস্পর সাক্ষাৎ হলে একে অন্যের কাঁধে কাঁধ মেলানোকে ইসলামের পরিভাষায় মুআনাকা বলা হয়। যার বাংলা অর্থ কোলাকুলি। কোলাকুলির জন্য উভয়ের কাঁধ শুধু একবার মেলানোই যথেষ্ট। (ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১৯/১১৮, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১২/১২৭)

 

মিথ্যা অপবাদ দেওয়ার বিধান

প্রশ্ন : আমার শাশুড়ি কোনো প্রমাণ ছাড়া সব বিষয়ে আমাকে দোষারোপ করে। বিভিন্ন মানুষের কাছে আমার ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়। কোনো প্রমাণ ছাড়া মিথ্যা অপবাদ দেওয়ার ব্যাপারে ইসলামের বিধান কী?

 রোকেয়া, নাটোর

উত্তর : প্রমাণ ছাড়া কাউকে অপবাদ দেওয়া কবিরা গুনাহ। এর থেকে বেঁচে থাকা সব মুসলমানের ঈমানি দায়িত্ব। (সুরা : নুর, আয়াত, ৪-৫, বুখারি, হাদিস : ২/২৭০, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৭/৪৭৭)

 সাতদিনের সেরা