পিত্রালয়ে গেলে কসরের নামাজের বিধান
প্রশ্ন : আমার স্বামীর বাড়ি ঢাকায়, কিন্তু আমার পিত্রালয় সিলেট। পিত্রালয়ে গেলে কি আমি মুসাফির হব? অনেকে বলে, বিয়ের পর স্বামীর বাড়িই নারীর আসল বাড়ি।
সালমা চৌধুরী, বনশ্রী
উত্তর : বিয়ের পর নারী স্বামীর বাড়িতে স্থায়ীভাবে অবস্থান ও সংসার করা শুরু করলে স্বামীর ঘর তার প্রকৃত বাড়ি হিসেবে পরিগণিত হয়। এমতাবস্থায় বাবার বাড়ি ৪৮ মাইল দূরত্বে হলে এবং মেয়ে বাবার বাড়িতে এসে ১৫ দিন অবস্থান করার নিয়ত না করলে সে মুসাফির হিসেবে গণ্য হবে।
বিজ্ঞাপন
মসজিদে দ্বিতীয় জামাতে ইকামতের বিধান
প্রশ্ন : কোনো মসজিদে জামাত হয়ে যাওয়ার পর যদি দ্বিতীয় জামাত হয়, তাহলে পুনরায় ইকামত দিতে হবে কি?
রিদওয়ান হাবিব, উত্তরা
উত্তর : যে মসজিদে নির্দিষ্ট ইমাম-মুয়াজ্জিনের উপস্থিতিতে সময়মতো জামাতে নামাজ আদায় করা হয়, ওই মসজিদে দ্বিতীয় জামাত করা মাকরুহ। তা সত্ত্বেও যদি কেউ জামাত করে অথবা একাকী নামাজ আদায় করে তাহলে উভয় অবস্থায় ইকামত ছাড়া নামাজ পড়বে। ইকামত দেওয়া মাকরুহ হবে। (রদ্দুল মুহতার : ১/৩৯৫, মাজমুআতুল ফাতাওয়া : ১/২৯৮)
উদ্দেশ্য পূরণ না হলে মানতের বিধান
প্রশ্ন : কোনো উদ্দেশ্যে মানত করার পর যদি ওই উদ্দেশ্য পূরণ না হয়, তাহলে কি মানত আদায় করতে হবে?
ডা. মিতুল, বনশ্রী
উত্তর : উদ্দেশ্য পূরণ না হলে মানত আদায় করা বাধ্যতামূলক নয়। (এমদাদুল আহকাম : ৩/২৯, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৭/৩৮২)