দ্বিনের বিরুদ্ধে ষড়যন্ত্র কোরো না
ইরশাদ হয়েছে, ‘অতএব দেখো! চক্রান্তকারীদের পরিণতি কী হয়েছে—আমি অবশ্যই তাদের এবং তাদের সম্প্রদায়ের সবাইকে ধ্বংস করেছি। ’ (আয়াত : ৫১)
অশ্লীলতা থেকে দূরে থাকো
ইরশাদ হয়েছে, ‘স্মরণ করো লুতের কথা। সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা জেনেশুনে কেন অশ্লীল কাজ করছ?’ (আয়াত : ৫৪)
নবী-রাসুলদের প্রতি সালাম পাঠ করো
ইরশাদ হয়েছে, ‘বলো, সব প্রশংসা আল্লাহরই এবং শান্তি তাঁর মনোনীত বান্দাদের প্রতি। শ্রেষ্ঠ কি আল্লাহ নাকি তারা, যাদের শরিক করে তারা?’ (আয়াত : ৫৯)
অদৃশ্যের জ্ঞান শুধু আল্লাহর
ইরশাদ হয়েছে, ‘বলো, আল্লাহ ছাড়া আকাশমণ্ডলী ও পৃথিবীতে কেউই অদৃশ্যের জ্ঞান রাখে না এবং তারা জানে না তারা কখন উত্থিত হবে।
বিজ্ঞাপন
পরকালের ব্যাপারে সন্দেহকারীরা অন্ধের মতো
ইরশাদ হয়েছে, ‘আখিরাত সম্পর্কে তাদের জ্ঞান নিঃশেষ হয়েছে; তারা এই বিষয়ে সন্দিগ্ধ; বরং এই বিষয়ে তারা অন্ধ। ’ (আয়াত : ৬৬)