বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সাধারণ মূল্যবোধ বিষয়ক ফোরাম রিয়াদে একটি সম্মেলনের আয়োজন করেছে। মুসলিম ওয়ার্ল্ড লীগের (এমডাব্লিউএল) পৃষ্ঠপোষকতায় তা অনুষ্ঠিত হয়। গত বুধবার সৌদি আরবের রিয়াদে এটা শুরু হয়। এতে বিভিন্ন ধর্মের প্রতিনিধিসহ ধর্মীয় নেতা ও পণ্ডিতরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
মুসলিম ওয়ার্ল্ড লীগের আন্ডার সেক্রেটারি জেনারেল আবদুল ওয়াহাব আল সাহরি জানান, আন্তর্জাতিক অঙ্গনে একটি স্বাধীন সংস্থা হিসেবে এর বৈশ্বিক ভূমিকাকে সুসংহত করতে ইসলামী মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে এমডাব্লিউএল। আর তাই অভিন্ন মূল্যবোধ বৃদ্ধি এবং একটি উন্নত শান্তিপূর্ণ বিশ্ব ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সংস্থাটি সব ধরনের সহযোগিতা করছে। ইসলামী শিক্ষার ওপর ভিত্তি করে এই ফোরামের যাত্রা শুরু, যা পারস্পরিক সংলাপ ও একসঙ্গে কাজের আহ্বান জানায়। সাধারণ মূল্যবোধের ওপর ভিত্তি করে একটি বৈচিত্র্যময় বিশ্বে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে তা সহায়তা করে। (সূত্র : আরব নিউজ)