পথভ্রষ্টরাও নিজেদের সত্যপথ প্রাপ্ত মনে করে
ইরশাদ হয়েছে, ‘একটি দলকে তিনি সৎপথের অনুসারী করেছেন এবং একটি দলের জন্য পথভ্রস্টতা নির্ধারিত হয়েছে। তারা আল্লাহকে ছেড়ে শয়তানকে তাদের অভিভাবক করেছিল এবং তারা মনে করত তারাই সৎপথপ্রাপ্ত। ’ (আয়াত : ৩০)
নামাজের সময় ভালো কাপড় পরিধান কোরো
ইরশাদ হয়েছে, ‘হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান কোরো। তোমরা খাও এবং পান কোরো, কিন্তু অপচয় কোরো না।
বিজ্ঞাপন
মানুষের অসংগত-বিরোধিতা কোরো না
ইরশাদ হয়েছে, ‘বলুন! আল্লাহ হারাম করেছেন, প্রকাশ্য ও গোপন অশ্লীলতা
আর পাপ; এবং অসংগত-বিরোধিতা ও আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা—যার কোনো সনদ তিনি প্রেরণ করেননি। ...’
(আয়াত : ৩৩)
আল্লাহভীরু লোকদের কোনো ভয় নেই
ইরশাদ হয়েছে, ‘হে আদমসন্তান, তোমাদের মধ্য থেকে কোনো নবী তোমাদের কাছে এসে আমার নিদর্শন বর্ণনা করে, তখন যারা আল্লাহকে ভয় করবে এবং নিজেদের সংশোধন করবে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। ’ (আয়াত : ৩৫)
অহংকারবশত সত্য অস্বীকার কোরো না
ইরশাদ হয়েছে, ‘যারা আমার নিদর্শন অস্বীকার করেছে এবং সে সম্পর্কে অহংকার করেছে তারাই জাহান্নামের অধিবাসী, সেখানেই তারা চিরদিন থাকবে। ’
(আয়াত : ৩৬)