প্রশ্ন : জুমার দিন পুরুষরা অন্য দিনের তুলনা কিছুটা বিলম্বে নামাজ আদায় করেন। নারীরাও কি পুরুষের সঙ্গে তাল মিলিয়ে বিলম্বে জোহরের নামাজ আদায় করবে? কোনো মুরব্বিকে বলতে শোনা যায়, পুরুষদের আগে নারীরা নামাজ আদায় করবে না। কথাটি কি ঠিক?
উত্তর : নামাজের সময় হওয়ার পর বিনা প্রয়োজনে তা বিলম্ব করা নারী ও পুরুষ কারো জন্য উচিত নয়; বিশেষত যখন নামাজের মুস্তাহাব ওয়াক্ত হয়ে যায়। তাই নারী-পুরুষ উভয় শ্রেণি নামাজের মুস্তাহাব ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করবে।
বিজ্ঞাপন
গ্রন্থনা : মুফতি আবদুল্লাহ নুর