অপবিত্র পানি শোধন করলে পবিত্র হবে?
প্রশ্ন : অপবিত্র পানি মেশিনে শোধন করার দ্বারা তা পবিত্র হবে কি, যদি তাতে অপবিত্রতার কোনো চিহ্ন বাকি না থাকে?
ইকবাল হোসেন, বনানী
উত্তর : অপবিত্র পানি মেশিনে শোধন করার দ্বারা তাতে অপবিত্রতার কোনো চিহ্ন বাকি না থাকলেও তা পবিত্র হবে না। (সুরা আরাফ, আয়াত : ১৫৭, বুখারি, হাদিস : ২৩৯, আল- লুবাব ফি শরহিল কিতাব : ২০, আদ্দুররুল মুখতার : ১/৩৬৭-৩৬৮, রদ্দুল মুহতার : ১/৩১৬, আপ কে মাসায়েল আওর উনকা হল : ৩/১০০, কিতাবুন নাওয়াযিল : ৩)
ইমামের সামনে দাঁড়ালে নামাজ হবে?
প্রশ্ন : জুমার দিন মুসল্লিদের জায়গা সংকুলান না হওয়ায় কিছু মুসল্লি রাস্তায় নামাজ পড়ে। যদি কোনো মুসল্লি রাস্তার এমন জায়গায় দাঁড়ায় যে সে ইমাম সাহেবের সামনে চলে যায়, তাহলে তার নামাজের বিধান কী হবে?
মশিউর রহমান, মিরপুর
উত্তর : ইমাম সাহেবের দিক দিয়ে তাঁর সামনে দাঁড়ানো মুসল্লিদের নামাজ শুদ্ধ হবে না। (সুরা বাকারা : ৪৩, বুখারি, হাদিস : ৩৮০, আল-ফাতাওয়াস সিরাজিয়্যা : ১২৬, আল- বাহরুর রায়েক : ২/৩৫১, রদ্দুল মুহতার : ২/২৫৪, কিতাবুন নাওয়াজিল : ৩/৪৪৫, আপকে মাসায়েল আওর উনকা হল : ৩/৪১৭)
কখন ওমরাহ করা উত্তম?
প্রশ্ন : বছরের কোন সময় ওমরাহ করা সবচেয়ে বেশি ফজিলতের?
এনামুল হক, গাজীপুর
উত্তর : রমজান মাসে ওমরাহ করা উত্তম।
বিজ্ঞাপন
ফতোয়া মানে কী?
প্রশ্ন : বিভিন্ন বই-পুস্তক ও পত্রপত্রিকায় ইসলামী একটি পরিভাষা দেখি, যাকে ফতোয়া বলা হয়। আমার জানার বিষয় হলো, ফতোয়া কী? ইসলামে এর গুরুত্ব কতটুকু?
ইহসানুল হক, টঙ্গী
উত্তর : ফতোয়া শব্দের অর্থ কোনো প্রশ্নের জবাব দেওয়া। পরিভাষায় ফতোয়া বলা হয়, যেকোনো দ্বিনি প্রশ্নের জবাব দেওয়া। ইসলামে ফতোয়ার গুরুত্ব অপরিসীম। স্বয়ং রাসুলুল্লাহ (সা.) থেকে নিয়ে উম্মতের বিজ্ঞ আলেমরা এই মহৎ কাজ আঞ্জাম দিয়ে আসছেন। তাই আমাদের পূর্বসূরি আলেমরা এ কাজকে খুবই গুরুত্ব দিতেন। (সুরা নিসা, আয়াত : ১৭৬, লিসানুল আরব : ১০/১৮৩, কুররাতু উ’য়ুনিল আখইয়ার তাকমিলাতু রদ্দিল মুহতার : ১১/৭৪, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ৪/২৮০, আহসানুল ফাতাওয়া : ৭/৩৩৯)