কিয়ামতের দিন আমল পরিমাপ করা হবে
ইরশাদ হয়েছে, ‘সেদিনের ওজন করার বিষয়টি সত্য। যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম। আর যাদের পাল্লা হালকা হবে, তারা নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে। ...’ (আয়াত : ৮-৯)
অহংকার পতন ডেকে আনে
ইরশাদ হয়েছে, ‘তিনি বললেন, এখান থেকে তুমি নেমে যাও।
বিজ্ঞাপন
(আয়াত : ১৩)
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো
ইরশাদ হয়েছে, ‘তারা উভয়ে বলল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অবিচার করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি প্রদর্শন না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। ’ (আয়াত : ২৩)
তাকওয়াপূর্ণ পোশাক পরিধান করো
ইরশাদ হয়েছে, ‘হে আদম সন্তান, তোমাদের লজ্জাস্থান ঢাকা ও বেশভূষার জন্য আমি তোমাদের পোশাক-পরিচ্ছদ দান করেছি; এবং তাকওয়ার পোশাক, এটিই সর্বোত্তম। এটি (পোশক) আল্লাহর একটি নিদর্শন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। ’
(আয়াত : ২৬)
মানুষের প্রতি ন্যায়বিচার কোরো
ইরশাদ হয়েছে, ‘বলো! আমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন ন্যায়বিচারের। প্রত্যেক নামাজে তোমার লক্ষ্য স্থির রাখবে এবং তাঁরই আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে একনিষ্ঠভাবে তাঁকে ডাকবে। ...’
(আয়াত : ২৯)