মৃত্যু আসার আগেই ঈমান ঠিক করে নাও
ইরশাদ হয়েছে, ‘...যে আপনার প্রতিপালকের কোনো নিদর্শন উপস্থিত হবে, সেদিন তার ঈমান কোনো কাজে আসবে না; যে ব্যক্তি আগে ঈমান আনেনি বা যে ঈমানের মাধ্যমে কল্যাণ কামনা করেনি। বলুন! তোমরা অপেক্ষা কোরো, আমরাও অপেক্ষায় রইলাম। ’
(আয়াত : ১৫৮)
ধর্মীয় বিষয়ে মতবিরোধ তৈরি কোরো না
ইরশাদ হয়েছে, ‘যারা দ্বিনের ব্যাপারে নানা মতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাদের দায়িত্ব আপনার নয়; তাদের বিষয় আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ তাদের কৃতকর্ম সম্পর্কে তাদের অবহিত করবেন।
বিজ্ঞাপন
আল্লাহ নেককাজের প্রতিদান বাড়িয়ে দেন
ইরশাদ হয়েছে, ‘যে কোনো সৎকাজ করল, সে তার দশ গুণ পাবে। আর যে কোনো অসৎকাজ করল, সে শুধু তারই পরিণতি ভোগ করবে। তাদের ওপর কোনো অবিচার করা হবে না। ’ (আয়াত : ১৬০)
মুমিনের জীবন-মৃত্যু আল্লাহর জন্য উৎসর্গিত
ইরশাদ হয়েছে, ‘বলুন! আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন ও আমার মৃত্যু জগত্গুলোর প্রতিপালক আল্লাহর উদ্দেশ্যেই (নিবেদিত)। ’
(আয়াত : ১৬২)
আল্লাহ ছাড়া কাউকে প্রতিপালক মান্য কোরো না
ইরশাদ হয়েছে, ‘বলুন! আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে খুঁজব? অথচ তিনিই সব কিছুর প্রতিপালক। প্রত্যেকে স্বীয় কৃতকর্মের জন্য দায়ী। কেউ অন্যের ভার বহন করবে না। ...’
(আয়াত : ১৬৪)