kalerkantho

মঙ্গলবার ।  ২৪ মে ২০২২ । ১০ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২২ শাওয়াল ১৪৪৩  

কানাডায় শিশুদের জীবন বাঁচিয়ে প্রশংসিত মুসলিম তরুণ

শেখ আবদুল্লাহ বিন মাসউদ   

২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকানাডায় শিশুদের জীবন বাঁচিয়ে প্রশংসিত মুসলিম তরুণ

কানাডার মিসিসাগা শহরের মুসলিম তরুণ আদম আতাল্লাহ

প্রতিবেশী তিন শিশুর জীবন রক্ষা করে প্রশংসায় ভাসছেন কানাডার মিসিসাগা শহরের মুসলিম তরুণ আদম আতাল্লাহ। ১৮ বছর বয়সী আতাল্লাহ প্রতিবেশীর ঘরে আগুন দেখতে পেয়ে তাত্ক্ষণিকভাবে তাদের সহযোগিতায় এগিয়ে যান। তার ত্বরিত তৎপরতায় ঘরে থাকা তিন শিশুর জীবন রক্ষা পায়। ঘটনার বিবরণ দিয়ে আতাল্লাহ বলেন, ‘এখানে প্রচুর ধোঁয়া ছিল।

বিজ্ঞাপন

দুটি মেয়ে বের হয়ে এসেছিল। একটি ছোট শিশু তখনো আটকে ছিল। আমি মানুষকে বলেছি। কিন্তু তারা কিছু করেনি। ফলে আমি দেয়ালের ওপর দ্রুত লাফিয়ে ওঠার চেষ্টা করি। কিন্তু ভালোভাবে পারছিলাম না। তখন একজন প্রতিবেশী আমাকে ঘরে প্রবেশের সুযোগ করে দেন। আমি তার ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে যাই এবং জানালা খুলে ছোট মেয়েটিকে বের করে আনি। ’

স্থানীয় গণমাধ্যমের ভাষ্যমতে, অগ্নিকাণ্ডের সময় ঘরের ভেতর পাঁচটি শিশু ছিল। ১৫ বছরের একটি শিশু ও নিচতলায় থাকা অপর শিশু বেরিয়ে যেতে সক্ষম হয়। তৃতীয় তলায় ছিল তিনজন শিশু। তাদের দুজন ছাদে উঠতে সক্ষম হয়েছিল। কিন্তু সাত বছরের এক শিশু শোয়ার ঘরে আটকে ছিল। এই সাহসী কাজের অনুপ্রেরণা কী?—এমন প্রশ্নের উত্তরে সে বলে, ‘এটা আমার করণীয় ছিল। যে কেউ এটা করত। আমি তাদের সুযোগ না দিয়ে নিজে এগিয়ে গেছি। অন্তত চেষ্টা করেছি। ’

জেলা ফায়ার সার্ভিস প্রধান ক্রেগ ডকেরি আতাল্লাহর নায়কোচিত কাজের প্রশংসা করে বলেন, ‘একজন ১৮ বছরের তরুণ একাই প্রতিবেশীর ছাদে গেল এবং সাত বছরের একটি শিশুকে বের হয়ে আসতে সাহায্য করল। এরপর তিন মেয়েশিশুকে নিয়ে প্রতিবেশীর ছাদ হয়ে ঘরে এলো। এটা সত্যি অবিশ্বাস্য। ’ আদম আতাল্লাহ মিসিসাগার ইসলামিক স্কুল ‘দ্য অলিভ গ্রোভ স্কুল’-এর সাবেক শিক্ষার্থী। স্কুলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়ে বলা হয়, অলিভ গ্রোভ স্কুলের সব কর্মী শিশুদের জীবন রক্ষায় আদমের নায়কোচিত কাজের জন্য গর্বিত। এ ছাড়া মিসিসাগা শহরের মেয়র বনি ক্রমবিও আতাল্লাহকে অভিনন্দন জানিয়েছেন।

সূত্র : ইকরা ডটসিএ

 সাতদিনের সেরা