সন্তান হত্যা কোরো না
ইরশাদ হয়েছে, ‘যারা নির্বুদ্ধিতার কারণে নিজেদের সন্তান হত্যা করে এবং আল্লাহ প্রদত্ত জীবিকার ব্যাপারে আল্লাহর ওপর অপবাদ দেওয়ার জন্য তা হারাম করে, তারা তো ক্ষতিগ্রস্ত। ...’
(আয়াত : ১৪০)
মৃত প্রাণী, রক্ত ও শূকর হারাম
ইরশাদ হয়েছে, ‘বলুন! আমার প্রতি অবতীর্ণ ওহিতে মানুষের আহার্যের ভেতর আমি কোনো হারাম খুঁজে পাইনি, মৃত, প্রবহমান রক্ত ও শূকরের গোশত ছাড়া। কেননা এগুলো অবশ্যই অপবিত্র অথবা যা অবৈধ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করার কারণে। ...’
(আয়াত : ১৪৫)
ধারণাবশত সত্য প্রত্যাখ্যান কোরো না
ইরশাদ হয়েছে, ‘...বলুন! তোমাদের কাছে কোনো যুক্তি আছে? থাকলে তা আমার সামনে উপস্থাপন করো।
বিজ্ঞাপন
(আয়াত : ১৪৮)
ভ্রূণহত্যা নিষিদ্ধ
ইরশাদ হয়েছে, ‘বলুন! এসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা হারাম করেছেন, তা তোমাদের পাঠ করে শোনাই। তা হলো, তোমরা তার সঙ্গে কাউকে শরিক করবে না, মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করবে, দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা কোরো না—আমিই তোমাদের ও তাদের জীবিকা প্রদান করি। ...’ (আয়াত : ১৫১)
আল্লাহর পথ অনুসরণ কোরো
ইরশাদ হয়েছে, ‘এটাই আমার সরল পথ। সুতরাং তোমরা এটিই অনুসরণ করবে। বিভিন্ন পথ অনুসরণ করবে না। করলে তা তোমাদের তার পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। আল্লাহ এভাবে তোমাদের নির্দেশ দিলেন যেন তোমরা সতর্ক হও। ’
(আয়াত : ১৫৩)