শুধু আল্লাহর নামে জবাইকৃত পশুর গোশত খাও
ইরশাদ হয়েছে, ‘তোমরা তার নিদর্শনে বিশ্বাসী হলে যাতে (পশু জবাইয়ের সময়) আল্লাহর নাম নেওয়া হয়েছে তা আহার করো। ’ (আয়াত : ১১৮)
প্রকাশ্য ও গোপন পাপ বর্জন করো
ইরশাদ হয়েছে, ‘তোমরা প্রকাশ্য ও প্রচ্ছন্ন পাপ বর্জন করো। যারা পাপ করে তাদের অচিরেই পাপের সমুচিত শাস্তি দেওয়া হবে। ’
(আয়াত : ১২০)
ষড়যন্ত্রের কুফল নিজেকেই ভোগ করতে হয়
ইরশাদ হয়েছে, ‘এমনিভাবে আমি প্রত্যেক জনপদে অপরাধীদের প্রধানকে সেখানে চক্রান্ত করার সুযোগ দিয়েছি।
বিজ্ঞাপন
(আয়াত : ১২৩)
কর্মই মানুষের অবস্থান তৈরি করে
ইরশাদ হয়েছে, ‘প্রত্যেকে যা করে সে অনুযায়ী তার স্থান নির্ধারিত। তারা যা করে সে সম্পর্কে আপনার প্রভু উদাসীন নন। ’ (আয়াত : ১৩২)
ক্ষমতার স্থিতি আল্লাহর হাতে
ইরশাদ হয়েছে, ‘আপনার প্রতিপালক অভাবমুক্ত, দয়াশীল। তিনি ইচ্ছা করলে তোমাদের অপসারণ এবং তোমাদের পরে যাকে ইচ্ছা স্থলাভিষিক্ত করতে পারেন, যেমন তোমাদের অন্য সম্প্রদায়ের বংশ থেকে সৃষ্টি করেছেন। ’
(আয়াত : ১৩৩)