ঈমান কলুষিত কোরো না
ইরশাদ হয়েছে, ‘যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি নিরাপত্তা তাদের জন্য, তারা সৎপথপ্রাপ্ত। ’
(আয়াত : ৮২)
নামাজ হেফাজত করো
ইরশাদ হয়েছে, ‘আমি এই কল্যাণকর কিতাব অবতীর্ণ করেছি, যা পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যা দ্বারা আপনি মক্কা ও তার চতুর্দিকের মানুষকে সতর্ক করেন। যারা আখিরাতে বিশ্বাস করে, তারা তাতেও (কোরআনের ওপর) বিশ্বাস করে এবং তারা তাদের নামাজ হেফাজত করে। ’ (আয়াত : ৯২)
নবুওয়তের মিথ্যা দাবিদাররা সবচেয়ে বড় জালিম
ইরশাদ হয়েছে, ‘তার চেয়ে বড় অত্যাচারী কে আছে, যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে অথবা বলে আমার কাছে ওহি এসেছে, যদিও তার কাছে ওহি আসে না; যে বলে আল্লাহ যা অবতীর্ণ করেন, আমিও অনুরূপ অবতীর্ণ করব।
বিজ্ঞাপন
আল্লাহ জড় দেহে জীবন সঞ্চার করেন
ইরশাদ হয়েছে, ‘আল্লাহই শস্য-বীজ ও আঁটি অঙ্কুরিত করেন। তিনি প্রাণহীন থেকে জীবন্তকে বের করেন এবং জীবন্ত থেকে প্রাণহীনকে বের করেন। তিনিই আল্লাহ। সুতরাং তোমরা কোথায় ফিরে যাবে?’
(আয়াত : ৯৫)
আল্লাহকে কেউ দেখে না, তিনি সবাইকে দেখেন
ইরশাদ হয়েছে, ‘কোনো দৃষ্টি তাঁকে অবধারণ করতে পারে না, কিন্তু তিনি অবধারণ করেন সব দৃষ্টি। তিনি সূক্ষ্মদর্শী ও সম্যক পরিজ্ঞাত। ’ (আয়াত : ১০৩)