জীবনকাল আল্লাহ কর্তৃক নির্ধারিত
ইরশাদ হয়েছে, ‘তিনিই তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন। অতঃপর একটি সময়কাল নির্ধারণ করে দিয়েছেন। নির্ধারিত সময়কাল সম্পর্কে তিনি অবগত। এর পরও তোমরা সংশয় পোষণ করো।
বিজ্ঞাপন
পরকাল নিয়ে ঠাট্টা-বিদ্রুপ কোরো না
ইরশাদ হয়েছে, ‘সত্য যখন তাদের কাছে এসেছে তারা তা প্রত্যাখ্যান করেছে, যা নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করত, অচিরেই তার যথার্থ সংবাদ তাদের কাছে পৌঁছাবে। ’ (আয়াত : ০৫)
নবী-রাসুলদের বিদ্রুপ করার শাস্তি ভয়াবহ
ইরশাদ হয়েছে, ‘আপনার আগেও বহু রাসুলকেই বিদ্রুপ করা হয়েছে। তারা যা নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করেছিল পরিণামে তাই তাদের পরিবেষ্টন করেছে। ’
(আয়াত : ১০)
পৃথিবীতে ভ্রমণ করো
ইরশাদ হয়েছে, ‘বলুন! তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো। অতঃপর দেখো যারা সত্য অস্বীকার করেছিল তাদের কী পরিণাম হয়েছে। ’
(আয়াত : ১১)
আল্লাহর কাছে আত্মসমর্পণ করো
ইরশাদ হয়েছে, ‘...বলুন! আমি আদিষ্ট হয়েছি যেন আত্মসমর্পণকারীদের মধ্যে আমিই প্রথম ব্যক্তি হই এবং (আমাকে আরো আদেশ করা হয়েছে) তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। ’
(আয়াত : ১৪)