প্রশ্ন : কোনো এলাকায় প্রাচীন মসজিদ থাকলে দেখা যায় এলাকার মানুষ সেখানে বিভিন্ন উদ্দেশ্য পূরণের জন্য মানত করে। আবার অনেকে বিশেষ বিশেষ দিন যেমন শবেবরাতে সেখানে নামাজ আদায় করতে যান। এমন মসজিদগুলোর কি বিশেষ কোনো মর্যাদা ইসলামে প্রমাণিত?
উত্তর : প্রাচীনত্ব বা কোনো বুজুর্গ ব্যক্তির মাজার ইত্যাদির কারণে আল্লাহর ঘর হিসেবে কোনো মসজিদের মর্যাদা বৃদ্ধি পায় না; বরং হাদিসে বর্ণিত তিনটি মসজিদ ছাড়া আল্লাহর ঘর হিসেবে পৃথিবীর সব মসজিদের মর্যাদা সমান। তাই কোনো মসজিদকে বিশেষ মর্যাদার অধিকারী মনে করা, সেখানে মানত করা এবং বেশি সওয়াবের আশায় সেখানে যাওয়া উচিত নয়।
বিজ্ঞাপন
মনে রাখতে হবে, কোনো মসজিদের ইমাম যদি বুজুর্গ হন, দ্বিনদারিতে এগিয়ে থাকেন, কোনো মসজিদে যদি ধর্মীয় জ্ঞানের চর্চা থাকে ও সেখানে ইবাদতের পরিবেশ বেশি প্রশান্তিকর হয়, তবে সেখানে নিজের জ্ঞানগত ও আমলগত উন্নতির জন্য যাওয়া নিন্দনীয় নয়।
গ্রন্থনা : মুফতি আবদুল্লাহ নুর