রাসুল (সা.)-কে বন্ধু হিসেবে গ্রহণ করো
ইরশাদ হয়েছে, ‘যে আল্লাহ, তাঁর রাসুল ও মুমিনদের বন্ধুরূপে গ্রহণ করল (তারা আল্লাহর দলভুক্ত), নিশ্চয়ই আল্লাহর দলই বিজয়ী হবে। ’ (আয়াত : ৫৬)
ধর্ম নিয়ে উপহাসকারীদের বন্ধু বানিয়ো না
ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা, যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা তোমাদের দ্বিনকে হাসি-তামাশা ও ক্রীড়ার বস্তু হিসেবে গ্রহণ করে, তাদের এবং অবিশ্বাসীদের বন্ধুরূপে গ্রহণ কোরো না। যদি তোমরা মুমিন হও, তবে আল্লাহকে ভয় করো। ’ (আয়াত : ৫৭)
অন্যায় থেকে নিষেধ করা ধর্মীয় নেতাদের দায়িত্ব
ইরশাদ হয়েছে, ‘রব্বানিগণ ও পণ্ডিতরা কেন তাদের পাপ কথা বলতে এবং অবৈধ সম্পদ উপার্জনে নিষেধ করে না।
বিজ্ঞাপন
আল্লাহর বাণী প্রচারে ভয় পেয়ো না
ইরশাদ হয়েছে, ‘হে রাসুল, আপনার প্রভু আপনার প্রতি যা অবতীর্ণ করেছে তা প্রচার করুন। যদি না করেন, তবে আপনি তার বাণী প্রচার করলেন না। ...’
(আয়াত : ৬৭)
কোরআন শুনে মুমিনের হূদয় বিগলিত হয়
ইরশাদ হয়েছে, ‘রাসুলের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা যখন তারা শোনে, তখন উপলব্ধ সত্যের জন্য তাদের চোখকে আপনি বিগলিত দেখবেন। ...’ (আয়াত : ৮৩)