ফিলিস্তিনের বিভিন্ন মসজিদ ও কোরআন শিক্ষাকেন্দ্রে পবিত্র কোরআনের ৫০ হাজার কপি বিতরণের উদ্যোগ নিয়েছে তুরস্ক। এরই মধ্যে গাজা অঞ্চলে কোরআনের ২০ হাজার কপি দেওয়া হয়। গত রবিবার (৯ জানুয়ারি) গাজার ধর্ম ও ওয়াকফ মন্ত্রণালয়ের কাছে এসব কপি হস্তান্তর করেছে তুর্কি সংস্থা গাজি দেসতেক। সংস্থার কর্মকর্তা হানি থুরায়া জানান, তুরস্কের ধর্ম ও আওকাফ বিভাগের তত্ত্বাবধানে ‘কোরআন হোক আমার উপহার’ পরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়।
বিজ্ঞাপন
তিনি আরো জানান, শিগগিরই কোরআন শিক্ষার এই পরিকল্পনার অংশ হিসেবে আরো ৩০ হাজার কপি ফিলিস্তিনের পশ্চিম তীর ও জেরুজালেমে হস্তান্তর করা হবে। গাজার আওকাফ মন্ত্রণালয়ের উপপ্রধান আবদুল হাদি আল আগা বলেন, পবিত্র কোরআনের সঙ্গে মানুষের গভীর সম্পর্ক প্রসারে এ উদ্যোগ নেওয়া হয়। এ ধরনের কার্যক্রমে সহায়তায় এগিয়ে আসায় তুরস্কের ওয়াকফ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান তিনি। পবিত্র কোরআনের ওপর লেখা ছিল ‘আল-আকসা মসজিদের জন্য পবিত্র কোরআন’। কোরআন শিক্ষা ক্যাম্পেইনের স্লোগান ছিল ‘কোরআন হোক আমার উপহার’।
সূত্র : আনাদোলু এজেন্সি