kalerkantho

বুধবার । ১২ মাঘ ১৪২৮। ২৬ জানুয়ারি ২০২২। ২২ জমাদিউস সানি ১৪৪৩

সৌদি আরবের মসজিদে আবারও বাধ্যতামূলক হলো সামাজিক দূরত্ব

ইসলামী জীবন ডেস্ক   

৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসৌদি আরবের মসজিদে আবারও বাধ্যতামূলক হলো সামাজিক দূরত্ব

সৌদি আরবের একটি মসজিদের চিত্র

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় মসজিদগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক নির্দেশনায় বলা হয়েছে, মুসল্লিদের করোনাভাইরাস ও তার ভেরিয়েন্টগুলো থেকে রক্ষা করতে মসজিদগুলোকে অবশ্যই নিরাপদ সামাজিক দূরত্ব, ফেসমাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

নিদের্শনায় আরো বলা হয়, মন্ত্রণালয় নিয়মিত স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা দিচ্ছে এবং তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রণালয় আহ্বান জানাচ্ছে, ইমাম ও ধর্মপ্রচারকরা যেন সমাজকে স্বাস্থ্যবিধি ও এসংক্রান্ত রাষ্ট্রীয় নির্দেশনা মেনে চলার ব্যাপারে সচেতন করেন।

বিজ্ঞাপন

সঙ্গে সঙ্গে মুসল্লিদের আহ্বান জানিয়েছে যে কেউ যদি স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে বা স্বাস্থ্যবিধি বাস্তবায়নে ব্যর্থ হয় তবে যেন ১৯৩৩ নম্বরে ফোন করে সংশ্লিষ্ট সার্ভিস সেন্টারকে অবগত করেন।

উল্লেখ্য, সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত ইসলামের পবিত্র দুই মসজিদে পূর্ণধারণ ক্ষমতা পরিমাণ মুসল্লিদের নামাজ আদায়ের অনুমতি দেওয়ার কিছু দিন পরই নতুন এই নির্দেশনা এলো। সূত্র : আরব নিউজ

 সাতদিনের সেরা