kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

প্রচলিত ভুল সংশোধন : হুমায়ুন কবির, শেরপুর, বগুড়া

আবু জাহল কি রাসুলুল্লাহ (সা.)-এর চাচা ছিলেন?

৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : কুখ্যাত মুশরিক আবু জাহল মহানবী (সা.)-এর চাচা ছিল বলে প্রচলিত আছে। বিষয়টি কি সত্য?

উত্তর : আরবের মুশরিক নেতা আবু জাহল। ইসলামের সঙ্গে তার শত্রুতা ও নবী (সা.)-এর প্রতি তার বিদ্বেষ ও বেয়াদবি সর্বজনবিদিত। তার সম্পর্কে কেউ কেউ বলেন, সে রাসুলুল্লাহ (সা.)-এর চাচা ছিল, যেমন চাচা ছিল আবু লাহাব। এটা ভুল। আবু জাহল কুরাইশ বংশের লোক ছিল, তবে সে নবীজি (সা.)-এর চাচা ছিল না। নবী (সা.)-এর দাদা আবদুল মুত্তালিবের সন্তান ছিল না। আবু জাহলের বংশধারা হলো—‘আবু জাহল আমর ইবনে হিশাম ইবনে মুগিরা ইবনে আবদুল্লাহ ইবনে ওমর ইবনে মাখজুম।’ (উমদাতুল কারি : ১৭/৮৪)

গ্রন্থনা : মুফতি আবদুল্লাহ নুরসাতদিনের সেরা