kalerkantho

বৃহস্পতিবার । ৬ মাঘ ১৪২৮। ২০ জানুয়ারি ২০২২। ১৬ জমাদিউস সানি ১৪৪৩

কোরআনের বাণী

সুরা, গাশিয়া ও ফাজর

২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে
কোরআনের বাণী

জান্নাতিরা অসার কথা বলবে না

ইরশাদ হয়েছে, ‘সেখানে (জান্নাতে) তারা অসার বাক্য শুনবে না, সেখানে থাকবে প্রবহমান প্রসবণ ও উন্নত মর্যাদাসম্পন্ন শয্যা।’

(সুরা গাশিয়া, আয়াত : ১১-১৩)

 

মানুষকে উপদেশ দাও

ইরশাদ হয়েছে, ‘অতএব আপনি উপদেশ দিন; আপনি তো একজন উপদেশদাতা। আপনি তাদের কর্মনিয়ন্ত্রক নন।’ (সুরা গাশিয়া, আয়াত : ২১-২২)

 

দ্বিনবিমুখদের আল্লাহ শাস্তি দেবেন

ইরশাদ হয়েছে, ‘তবে কেউ মুখ ফিরিয়ে নিলে, কুফরি করলে আল্লাহ তাকে দেবেন মহা শাস্তি। তাদের প্রত্যাবর্তন আমাদেরই কাছে।’ (সুরা গাশিয়া, আয়াত : ২৩-২৫)

 

অশান্তি সৃষ্টিকারীদের আল্লাহ শাস্তি দেবেন

ইরশাদ হয়েছে, ‘যারা দেশে সীমালঙ্ঘন করেছিল এবং সেখানে অশান্তি বাড়িয়েছিল। অতঃপর তোমার প্রতিপালক তাদের ওপর শাস্তির কশাঘাত হানলেন।’ (সুরা ফাজর, আয়াত : ১১-১৩)

 

এতিমকে সম্মান করো

ইরশাদ হয়েছে, ‘না, কখনো না; বরং তোমরা এতিমকে সম্মান করো না।’ (সুরা ফাজর, আয়াত : ১৭)সাতদিনের সেরা