kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

প্রশ্ন-উত্তর

১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকুনুতে নাজেলা পড়ার সময় হাত ছেড়ে দেবে কি?

প্রশ্ন : কুনুতে নাজেলা পড়ার সময় হাত বেঁধে রাখবে, নাকি ছেড়ে রাখবে?

মাওলানা মাঈন উদ্দিন, একলাশপুর, নোয়াখালী।

উত্তর : কুনুতে নাজেলা পড়ার সময় হাত বাঁধা এবং ছেড়ে দেওয়া উভয় ধরনের কথা পাওয়া যায়। ইমাম আবু হানিফা (রহ.) ও ইমাম আবু ইউসুফ (রহ.)-এর মূলনীতি অনুযায়ী হাত বাঁধা এবং ইমাম মুহাম্মদ (রহ.)-এর মূলনীতি অনুযায়ী হাত ছেড়ে দেওয়ার কথা বোঝা যায়। তাই উভয় মতের ওপর আমলের অবকাশ আছে। তবে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী (রহ.) বিশেষ কারণে হাত ছেড়ে দেওয়াকে উত্তম বলেছেন। (এমদাদুল ফাতাওয়া : ১/৪৫৮, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১৬/৩৭৮)

 

মসজিদের জায়গায় ঘর নির্মাণ করে ক্ষতিপূরণ দেওয়া

প্রশ্ন : মসজিদের ওয়াকফকৃত জমিতে কেউ বাসভবন নির্মাণ করে ক্ষতিপূরণ প্রদান করতে চাইলে এ ক্ষেত্রে ফায়সালা কী হবে?

আশিকুর রহমান, রিয়াদ, সৌদি আরব।

উত্তর : মসজিদের ওয়াকফকৃত জায়গায় ব্যক্তিমালিকানা ঘর বানানো জায়েজ নেই। কোনো ব্যক্তি ক্ষতিপূরণ দিয়ে ওই জমির মালিক হতে পারবে না। (আল বাহরুর রায়েক : ৫/২০৬, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৮/৩৮০)

 

অজু ছাড়া বাংলা তাফসির স্পর্শ করা

প্রশ্ন : অজু ছাড়া বাংলা ভাষায় অনুবাদকৃত তাফসিরগ্রন্থ স্পর্শ করা জায়েজ হবে কি? যেখানে আরবি লেখার চেয়ে বাংলা লেখা কয়েক গুণ বেশি থাকে।

অর্ক, মিরপুর।

উত্তর : বাংলায় অনুবাদকৃত তাফসিরগ্রন্থেও কোরআনের আয়াত থাকে, কোরআনের আয়াত লিখিত স্থানে অজু ছাড়া হাত লাগানো জায়েজ হবে না। অন্য স্থান, যেখানে শুধু বাংলা লেখা আছে, সেখানে অজু ছাড়া স্পর্শ করা জায়েজ হলেও সম্মান প্রকাশের লক্ষ্যে অজুসহ স্পর্শ করা উত্তম। (আদ্দুররুল মুখতার : ১/১৭৭, রদ্দুল মুহতার : ১/১৭৬, আহসানুল ফাতাওয়া : ২/২৭)

 

নামাজে কাপড়সহ কবজি ধরার বিধান

প্রশ্ন : নামাজে ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি ধরা সুন্নত, তবে তা কি পাঞ্জাবি বা জুব্বার হাতার ওপর দিয়ে ধরলে আদায় হবে? প্রমাণসহ জানতে চাই।

ইয়াকুব, লক্ষ্মীপুর।

উত্তর : উভয় অবস্থায়ই সুন্নত আদায় হবে যাবে। (আদ্দুররুল মুখতার : ১/৪৮৭, শুআবুল ঈমান : ৫/১৫৫, ফাতাওয়ায়ে দারুল উলুম : ৪/৩৯)

 

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকাসাতদিনের সেরা