kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

১০ মাস পর ওমানে জুমার জন্য মসজিদ খুলছে

শেখ আবদুল্লাহ বিন মাসউদ   

২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১০ মাস পর ওমানে জুমার জন্য মসজিদ খুলছে

দীর্ঘদিন জুমার নামাজ বন্ধ থাকার পর ওমানের মসজিদগুলোতে জুমার নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে নির্ধারিত শর্ত পালনের শর্তে মসজিদে জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ওমানের করোনাবিষয়ক সর্বোচ্চ কমিটির চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়েদ হামাউদ বিন ফয়সাল আল-বুসাইদির সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে মসজিদ খোলার সিদ্ধান্ত হওয়ার পর নতুন নির্দেশনা দেওয়া হয়। করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১৪ নভেম্বর ২০২০ ওমানের মসজিদসহ অন্য ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। তবে এখনো পূর্ব ঘোষিত সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নতুন নির্দেশনা অনুসারে জুমার নামাজের জন্য মসজিদগুলোকে সরকারের অনুমতি নিতে হবে। সরকারের অনুমতি ছাড়া কোনো মসজিদে জুমার নামাজ আদায় করা যাবে না। অনুমতির জন্য ১৯ সেপ্টেম্বর ২০২১ থেকে অনলাইনে আবেদন করা যাবে।    সূত্র : টাইমস অব ওমান

 

 সাতদিনের সেরা