kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

কোরআনের বাণী

সুরা : হাদিদ, তৃতীয় পর্ব

২০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে
কোরআনের বাণী

নিঃশর্ত ঋণ দানতুল্য

ইরশাদ হয়েছে, ‘দানশীল পুরুষরা ও দানশীল নারীরা আর যারা আল্লাহকে উত্তম ঋণ প্রদান করে, তাদের দেওয়া হবে বহু গুণ বেশি এবং তাদের জন্য আছে সম্মানজনক পুরস্কার।’

(আয়াত : ১৮)

 

পার্থিব জীবনের প্রতিযোগিতা অর্থহীন

ইরশাদ হয়েছে, ‘তোমরা জেনে রেখো, পার্থিব জীবন তো ক্রীড়া-কৌতুক, জাঁকজমক, পারস্পরিক গরিমা, ধন-সম্পদ ও সন্তান-সন্তুতিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া আর কিছু নয়...।’

(আয়াত : ২০)

 

জান্নাতমুখী হও

ইরশাদ হয়েছে, ‘তোমরা অগ্রণী হও তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাত লাভের প্রয়াসে, যা প্রশস্ততায় আকাশ ও পৃথিবীর মতো।...’

(আয়াত : ২১)

 

আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না

ইরশাদ হয়েছে, ‘এটা (বিপর্যয়) এ জন্য যে তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও, আর তিনি তোমাদের যা দিয়েছেন তাতে অতি উত্ফুল্ল না হও। আল্লাহ উদ্ধত ও অহংকারীদের পছন্দ করেন না।’ (আয়াত : ২৩)

 

কার্পণ্য কোরো না

ইরশাদ হয়েছে, ‘যারা কার্পণ্য করে ও মানুষকে কার্পণ্যের নির্দেশ দেয় এবং যে মুখ ফিরিয়ে নেয় সে জেনে রাখুক—আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।’

(আয়াত : ২৪)সাতদিনের সেরা